Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
রংপুরের বিখ্যাত আমের জাত "হাড়িভাঙ্গা" এখন থেকে আপনাদের সুপরিচিত হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুরেই পাবেন ।
বিস্তারিত

রংপুর জেলার হাড়িভাংগা আমের তথ্য---

*ফুল আসার সময়- মাঘ-ফাল্গুন।
*পাকার সময়- আষাঢ়ের প্রথম সপ্তাহ থেকে।
*ফলের গড় ওজন- ২০০-৩৫০ গ্রাম।
*কর্তনের পর কতদিন মজুদ সম্ভব- প্রাকৃতিকভাবে সংরক্ষণ ২/৩ দিনের বেশী নয়।
*ফলন- ১০.৫- ১১ মেঃটন/হেক্টর  ।
*হেঃ প্রতি উৎপাদন খরচ- ৩৫০০০/- - ৪০০০০/-  (স্থাপনা খরচ বাদে)
*গড় বাজারদর- ৪০/- - ৬০/- প্রতি কেজি।
*হেঃ প্রতি আয়- ৫,৫০,০০০/- টাকা।

* দেশের প্রায় সব জেলায় চাষ উপযোগী । 

        আম জাতীয় স্বাস্থ্য বিনির্মাণে অবদান রাখতে সক্ষম । তদুপরি আম বাগান পরিবেশ বান্ধবও বটে । সম্ভাবনাময় হাড়িভাঙ্গা আম চাষ ও আম শিল্পকে আরো আধুনিক প্রযুক্তিসমৃদ্ধ ব্যবস্থাপনা সময়ের দাবী রাখে । প্রচারেই প্রসার-এ দৃষ্টিকোণ থেকে জাতীয় বৃহত্তর স্বার্থে হাড়িভাঙ্গা আমকে আরো জনপ্রিয়, গতিশীল এবং আন্তর্জাতিক বাজারে পরিচিত করার লক্ষ্যে বিভিন্ন মিডিয়ার সক্রিয় ভূমিকা অতীব প্রয়োজন ও গুরুত্বপূর্ণ ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
24/07/2019
আর্কাইভ তারিখ
30/10/2019