Text size A A A
Color C C C C
পাতা

সিটিজেন চার্টার

 ১.স্থানীয় চাহিদা,পাশ্ববর্তী জেলা ও দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মাফিক উন্নত জাতের ও মানের ফল,ফুল এবং মসলার চারা/কলম/বীজ উৎপাদন ও বিতরণ।
 ২.মেহেরপুর ও এর পার্শ্ববর্তী  এলাকার ফল ও সব্জি চাষীদের, প্রয়োজনীয় পরামর্শ দান। আগ্রহী ফল ও সব্জি চাষী, বিভিন্ন প্রতিষ্ঠানের  কর্মকর্তা/কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষক/ শিক্ষিকাবৃন্দকে ফল ও সব্জি চাষে উদ্বুদ্ধকরণ ও শিক্ষা দান।
৩.জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় চারা/কলম উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।
৪.অধীনস্থ হর্টিকালচার সেন্টার সমুহের কার্যক্রম তদারকি, প্রশাসনিক এবং কারিগরি পরামর্শ দান।
৫.উদ্যান বিষয়ক বিভিন্ন প্রযুক্তি হাতে কলমে প্রদর্শন এবং সম্প্রসারণের ব্যবস্থা করা।
৬.সরকার কর্তৃক বিভিন্ন সময় গৃহীত প্রকল্প বাস্তবায়নে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা।
৭.নতুন উদ্ভাবিত ফলের জাত সংগ্রহ করে মাতবাগান সৃজন করা ও চারা কলম তৈরী।