Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ফল বাগান পুনঃইজারা বিজ্ঞপ্তি-২০২২ প্রকাশ ।
বিস্তারিত

ফল-ই বল 

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর

উপপরিচালকের কার্যালয়

হর্টিকালচার সেন্টার, বারাদি,মেহেরপুর।  

www.hcdae.meherpur.gov.bd

ddhcbaradimeherpur@gmail.com

পুনঃইজারা বিজ্ঞপ্তি

 

  স্মারক নং ১২.০১.৫৭০০.০১২.০৭.১৫.২১.৪২০ (১০০)                                                                                                                                                         ১৪ ডিসেম্বর,২০২২ খ্রিঃ

                                                                                                                              ২৯ অগ্রহায়ণ ,১৪২৯ বঙ্গাব্দ

উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুরএ অবস্থিত ফল বাগান (আম,কাঠাল,লিচু) ২০২২ সনের জানুয়ারি হতে ২০২৩ সনের জুলাই পর্যন্ত মোট ০১(এক) মৌসুম মেয়াদের  জন্য যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান / সংস্থার অনুকুলে ইজারা প্রদানের নিমিত্তে শর্তসাপেক্ষে সীলমোহরকৃত খামে দরপত্র আহবান করা যাচ্ছে । অত্র ইজারার সিডিউল (আবেদন ফরম) টেন্ডার দাখিলের পূর্বদিন পর্যন্ত হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুর ও উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মেহেরপুর এবং হর্টিকালচার সেন্টার,চুয়াডাঙ্গা হতে অফিস চলাকালীন (বিকেল ৪ ঘটিকা পর্যন্ত) সময়ে নির্ধারিত মূল্যে (অফেরতযোগ্য) ক্রয় করা যাবে । ক্রয়কৃত দরপত্রসমূহ নিম্নবর্নিত তারিখ ও সময়ে হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুর ও উপপরিচালকের কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,মেহেরপুর এবং হর্টিকালচার সেন্টার,চুয়াডাঙ্গা দপ্তরে রক্ষিত বক্সে জমা দেয়া যাবে । প্রাপ্ত দরপত্রসমূহ দরপত্র দাখিলের দিন বিকেল ৩.০০ ঘটিকায় দরপত্র কমিটির সকল সদস্য ও দরপত্র দাতাগণের উপস্থিতিতে ( যদি কেউ উপস্থিত থাকেন) খোলা হবে । বর্নিত ফল বাগানের (আম,কাঠাল,লিচু) শর্তাবলীসহ অন্যান্য তথ্যাদি সিডিউলে ( আবেদন ফরম) উল্লেখ আছে । উল্লেখ্য,কোন তারিখে দরপত্র দাখিল না হলে বা দাখিলকৃত দরপত্র গৃহীত না হলে পরবর্তী তারিখসমূহ পূনরায় দরপত্র গ্রহনের জন্য বিবেচিত হবে । এছাড়া এ সংক্রান্ত সকল নোটিশ/বিজ্ঞপ্তি অত্র দপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে ।    

ক্রঃ নং

ফল বাগানের নাম

মোট গাছের সংখ্যা

সিডিউলের মূল্য

১ (এক) মৌসুমের জন্য সরকারী সম্ভাব্য মূল্য

দরপত্র দাখিলের ১ম তারিখ ও খোলার সময়

দরপত্র দাখিলের ২য় তারিখ ও খোলার সময়

দরপত্র দাখিলের ৩য় তারিখ ও খোলার সময়

০১

আম,কাঠাল,লিচু

আম গাছ   =৪২০ টি

কাঁঠাল গাছ = ১০  টি

লিচু গাছ   = ১১৫ টি

=৫০০.০০

(পাচশত)

=৪,৭০,০০০.০০

(চার লক্ষ সত্তর হাজার)

২২ ডিসেম্বর,২০২২ তারিখ সকাল ৮.০০টা হতে ১.০০ টা পর্যন্ত দাখিল এবং ৩.০০ টায় খোলা ।

২৯ ডিসেম্বর,২০২২ তারিখ সকাল ৮.০০টা হতে ১.০০ টা পর্যন্ত দাখিল এবং ৩.০০ টায় খোলা ।

০৫ জানুয়ারি,২০২২ তারিখ সকাল ৮.০০টা হতে ১.০০ টা পর্যন্ত দাখিল এবং ৩.০০ টায় খোলা ।

*** কোন কারন দর্শানো ব্যতিত যে কোন দরপত্র গ্রহন বা বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন ।

*** বর্নিত ফল বাগান (আম,কাঠাল,লিচু) সম্পর্কে বিস্তারিত তথ্য অত্র কার্যালয়ের উন্নয়ন শাখা হতে প্রত্যেক কর্মদিবসে অফিস চলাকালীন সময়ে জানা যাবে ।                                                                                      

                                                                                                                         স্বাক্ষরিত/-

                                                                                                                 মোঃ হাবিবুল ইসলাম খান

        উপপরিচালক

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/12/2022
আর্কাইভ তারিখ
05/01/2023