Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

১৯৫৬ সালে তদানিন্তন সরকারের কৃষি বিভাগ কর্তৃক প্রতিষ্ঠিত হয়। পরে ১৯৬৮ সালে বিএডিসি- এর কৃষি খামার ও পরে ১৯৭৩ সালে উদ্যান উন্নয়ন বোর্ডের উদ্যান বেজ রপে চালু হয়। ১৯৮২ সালে কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের খাদ্য শস্য উইং এর আওতাধীন হর্টিকালচার সেন্টার রুপ লাভ করে। হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুর দপ্তরের মোট আয়তন ২৭.৩৪ একর । অত্র সেন্টারে উন্নতমানের দেশি-বিদেশী ফলের চারা /কলম, মসলার চারা/কলম , ফুলের চারা/ শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা/কলম, ঔষধি ফসলের চারা উৎপাদন ও সরকারি সূলভ মূল্যে বিক্রয় করা হয়। এছাড়া উদ্যান ফল চাষাবাদের নতুন নতুন প্রযুক্তি হস্তান্তর ও পরামর্শ প্রদানসহ রোগ-বালাই ব্যবস্থাপনা বিষয়েও পরামর্শ প্রদান করা হয়ে থাকে।