হর্টিকালচার সেন্টার, বারাদি, মেহেরপুর
ফল বাগান ইজারা-২০২৪ এর
শর্তাবলী ও নিয়মাবলী
১। জাতীয় পরিচয় পত্রের সত্যয়িত কপি ও সিডিউল ক্রয়ের রশিদ দরপত্রের সহিত দাখিল করতে হবে ।
২। দরপত্র অবশ্যই সীল মোহরকৃত খামে রক্ষিত বাক্সে ফেলতে হবে । খামের উপর “১ মৌসুম মেয়াদে ফল বাগান ইজারা-২০২৪ এর দরপত্র সিডিউল” কথাটি ষ্পষ্ট করে লিখতে হবে ।
৩। সিডিউল / দরপত্র ফরমে চাহিত সকল তথ্যাদি ষ্পষ্ট অক্ষরে অবশ্যই পূরণ করতে হবে ।
৪। দরপত্রের সহিত “উপপরিচালক,হর্টিকালচার সেন্টার,বারাদি,মেহেরপুর” এর অনুকুলে শুধুমাত্র “সোনালী ব্যাংক পিএলসি” এর যে কোন শাখা হতে দরপত্রে উদ্ধৃত মূল্যের ১০% হারে টাকার ব্যাংক ড্রাফট / পে-অর্ডার ( ফেরতযোগ্য) জামানত হিসাবে দাখিল করতে হবে ।
৫। সর্বোচ্চ দরদাতা ও ২য় দর দাতা ব্যতিত অন্যান্য দরদাতাগণ ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দরপত্র খোলার ৪৮ ঘন্টা পর অত্র দপ্তর হতে সংগ্রহ করতে পারবেন ।
৬। প্রদত্ত সমূদয় দরপত্রের তুলনামুলক বিবরণী অনুমোদনের জন্য সদর দপ্তরে প্রেরণ করা হবে এবং অনুমোদন সাপেক্ষে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে । অনুমোদিত দরদাতাকে অত্র দপ্তর হতে পত্র / মোবাইলএর মাধ্যমে অবগত করা হবে ।
৭। অনুমোদিত দরদাতাকে প্রদেয় মোট দরের উপর ভিত্তি করে সরকারী বিধি মোতাবেক ভ্যাট ও আয়কর পরিশোধ পূবক কার্যাদেশ গ্রহণ করতে হবে ।
৮। নির্ধারিত সময়ের মধ্যে উদ্ধত মূল্যের সমূদয় টাকা ও ভ্যাট,আয়কর পরিশোধে ব্যর্থ হলে তাহার জামানত কোন প্রকার যোগাযোগ ছাড়াই সরকারের অনুকুলে বাজেয়াপ্ত করা হবে ।
৯। বীজ,সায়ন সংগ্রহ, জার্মপ্লাজম সেন্টারে ছোট-বড় গাছ ও পরীক্ষা-নিরিক্ষার জন্য ক্রস (x) চিহ্নিত গাছ সমূহ এবং আবাসিক এলাকার ফলগাছ সমূহ ইজারা বহির্ভূত।
১০। গাছে ফল থাকাকালীন বা জরুরী প্রয়োজনে গাছ (আম,কাঠাল,লিচু) কলম করিবার কাজে কোন প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না ।
১১। কোনভাবেই গাছের ডালপালা কর্তন করা যাবে না এবং প্রাকৃ্তিক দূর্যোগ বা অন্য কারনে গাছের ডাল-পালা ভেংগে গেলে তা দরদাতা কোনভাবেই গ্রহণ করতে পারবে না ।
১২। কার্যাদেশ প্রাপ্ত দরদাতা ফল বাগান রক্ষণাবেক্ষন / পাহারার কাজে যে সমস্ত জনবল নিয়োজিত করবে তাহাদের এক কপি ছবি ও জাতীয় পরিচয় পত্রের ফটোকপি অত্র দপ্তরে জমা প্রদান করে পরিচয় পত্র সংগ্রহ করতে হবে ।
১৩। ফল সংগ্রহেরে পূর্বে দপ্তরকে অবহিত করতে হবে এবং ফল সংগ্রহের সময় গাছের কোন প্রকার ক্ষয়-ক্ষতি হলে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাগান গ্রহনকারী ক্ষতি পূরণ দিতে বাধ্য থাকবে ।
১৪। ইজারাভূক্ত গাছ সমূহ হতে বাগান গ্রহনকারী শুধুমাত্র ২০২৪ সনের ডিসেম্বর হতে ২০২৫ সনের জুলাই পর্যন্ত মোট ১(এক) মৌসুমের জন্য ফল সংগ্রহ করতে পারবেন ।
১৫। বাগান গ্রহনকারীর জামানতের টাকা কোন প্রকার ক্ষতিপূরণ বাবদ কর্তন না হলে মেয়াদান্তে ফেরত দেয়া হবে ।
১৬। দরপত্র খোলার তারিখে কোন সিডিউল বিক্রয় করা হবে না ।
১৭। দরপত্র দাখিলের দিন কোন দরপত্র দাতাকে দরপত্র দাখিলে বাধা প্রদানকারী ব্যক্তিকে, বাধা প্রাপ্ত ব্যক্তির লিখিত জবানবন্ধি গ্রহন পূর্বক পুলিশে সোপর্দ করা হবে ।
১৮। ইজারা প্রাপ্ত বাগানসূমহের যথাযথ যত্ন-পরিচর্যা সঠিকভাবে করতে হবে । উল্লেখ্য, গাছে কোন প্রকার ক্ষতিকর/নিষিদ্ধ রাসাইনিক দ্রব্য ব্যবহার করা যাবে না ।
১৮। কোন প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যেকোন দরপত্র গ্রহণ ও বাতিলের ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষন করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস